|
প্রিন্টের সময়কালঃ ০২ আগu ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ মার্চ ২০২৫ ১০:২৪ অপরাহ্ণ

৮ বছরের শিশুকে কুড়িগ্রামে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১


৮ বছরের শিশুকে কুড়িগ্রামে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 


কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ৮ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। 

জানা যায়, রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলার উত্তর ভরতের ছড়া গ্রামের জনৈক নুর ইসলামের বাড়ির সামনে জমিতে ৮ বছরের এক শিশুকন্যা ঘাস কাটতে গেলে  সাঈম (৫২) তাকে কৌশলে নির্জন স্থানে নিয়ে যায়।

ঘাস কাটা শিখিয়ে দেওয়ার ভান করে শিশুটিকে কোলে নিয়ে স্পর্শকাতর জায়গায় স্পর্শ করতে থাকে এবং কোলে বসিয়ে পিছন থেকে পরনের পায়জামা খুলে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে এবং একপর্যায়ে চিৎকার দিলে গ্রামবাসী এগিয়ে আসায় সাঈম পালিয়ে যায়। গ্রামবাসী এসে শিশুটিকে উদ্ধারকালে শিশুটির জামা ছেঁড়া অবস্থায় পায়।  ভুক্তভোগী শিশুর মুখে বিস্তারিত শোনার পর এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে।

পরের দিন ২৪ মার্চ সোমবার ভুক্তভোগীর মা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একই গ্রামের মোহাম্মদ আলীর পুত্র সাঈমের নামে মামলা রুজু করে। পরে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় অভিযুক্ত সাঈমকে গ্রেপ্তার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আল-হেলাল মাহমুদ বলেন, পুলিশ সুপার (কুড়িগ্রাম) মহোদয়ের সার্বিক তদারকিতে নারী ও শিশুদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে ভূরুঙ্গামারী থানা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। গ্রেফতারকৃত আসামি সাইমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  এই মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫