বোমা-মর্টারশেলের শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত, আতঙ্কে স্থানীয়রা

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-
মিয়ানমারের সংঘর্ষের ছায়ায় টেকনাফ..........
কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যকার সংঘর্ষের কারণে গত শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত বোমা ও মর্টারশেলের বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফ পৌরসভা, হ্নীলা, জাদিমুড়া, দমদমিয়া, নাইট্যংপাড়া, পৌরসভার জালিয়াপাড়া, নাজিরপাড়া, সাবরাং, শাহপরীর দ্বীপসহ নাফ নদীর মোহনা সীমান্ত এলাকায় বিস্ফোরণের বিকট শব্দ স্পষ্ট শোনা গেছে। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের রাখাইনের মংডু ও তার আশপাশের সীমান্তে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ চলছে।
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা ফের বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েছেন। তিনি এই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, মিয়ানমারের রাখাইনে চলমান সংঘর্ষের কারণে এপারে প্রায়ই বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিশেষ করে গত রাতে এই শব্দ বেশি শোনা গেছে। তিনি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি মিয়ানমারে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে। বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কিত হয়ে অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫