|
প্রিন্টের সময়কালঃ ০১ মার্চ ২০২৫ ০৬:০৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৪১ অপরাহ্ণ

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের


ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের


নরসিংদী প্রতিনিধি:-

 

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধের প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে সদর উপজেলার সাহেপ্রতাব বাসস্ট্যান্ডে তারা এই অবরোধ শুরু করেন। অবরোধকালে, কলেজের কয়েক শত শিক্ষার্থী প্ল্যাকার্ড হাতে নিয়ে মহাসড়কে অবস্থান নেন এবং স্লোগান দেন। এর ফলে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, যার কারণে যাত্রীদের ভোগান্তি হয়।
 

শিক্ষার্থীদের দাবি, তাঁত বোর্ডের অধীনে থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় কলেজটিকে স্থানান্তরের জন্য তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। কিন্তু সম্প্রতি, নরসিংদী ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধ করে তাদেরকে আগামী এক সপ্তাহের মধ্যে টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে বলা হয়েছে।
 

শিক্ষার্থীরা বলেন, "আমরা এ ধরনের হঠকারী সিদ্ধান্ত মেনে নেব না। আমাদের দাবি, নরসিংদী ইঞ্জিনিয়ারিং কলেজ চালু রাখতে হবে।" তারা সতর্ক করেছেন যে, তাদের দাবি না মানা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অব্যাহত থাকবে।
 

এছাড়া, এর আগে একই শিক্ষার্থীরা নানা দাবিতে মানববন্ধনসহ মহাসড়ক অবরোধ করেছিলেন এবং তাঁত বোর্ড চেয়ারম্যানসহ অন্তত ১৫ কর্মকর্তাকে অবরুদ্ধ করেছিলেন, তাঁত বোর্ডকে বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে আনার দাবিতে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫