একাদশ শ্রেণিতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ২৯ অক্টোবর

একাদশ শ্রেণিতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। আজ রবিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনের মাধ্যমে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সূচি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো কলেজ কর্তৃপক্ষ এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষকে দায়ী করা যাবে না।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের সব শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইট-এর প্যানেলে গিয়ে কলেজের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এই প্রক্রিয়ায় আগামী ১২ নভেম্বর বিকাল ৫ টার মধ্যে রেজিস্ট্রেশনের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্যাদি অনলাইনে পাঠাতে হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫