দখলমুক্ত করতে চাকিরপশার নদে উচ্ছেদ অভিযান

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার নদ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কৈলাশকুঠি গ্রাম ও বাঁশেরদহ গ্রামে নদে তৈরি করা বাঁধ ভেঙে দিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, আশির দশকের শুরু থেকে নদের ভেতরে বাঁধ দিয়ে পুকুর বানিয়ে শুরু হয় মাছ চাষ। এতে পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়ে উজানে ১৫ থেকে ২০ হাজার একর জমিতে দেখা দেয় জলাবদ্ধতা। জলাবদ্ধতা নিরসনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল চাকিরপশার নদী সুরক্ষা কমিটি।
এ নিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) জনস্বার্থে হাইকোর্টে রিট করে। ২০২৩ সালের আগস্টে হাইকোর্ট নদে থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। এরই সূত্র ধরে শুরু হয় উচ্ছেদ কার্যক্রম।
অভিযানে নেতৃত্ব দেন রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হক। উচ্ছেদ অভিযানে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা করে পুলিশ ও আনসার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হক বলেন, উপজেলার কৈলাশকুঠি গ্রামের কাছের একটি আড়াআড়ি বাঁধ ভেকু দিয়ে ভেঙে অবৈধ দখল উচ্ছেদ শুরু হয়েছে। জমি অবৈধ দখলদারমুক্ত করতে প্রশাসনের পক্ষে ১৩২টি মামলা করা হয়েছে। এসব মামলার নিষ্পত্তি হলে চাকিরপশার নদ সম্পূর্ণ দখলমুক্ত করা সম্ভব হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫