মুজিব বর্ষের খরচ ১২শ’ কোটি ছাড়িয়েছে, চলতি অর্থবছরের বরাদ্দ বাতিল

ঢাকা প্রেস নিউজ
মুজিব বর্ষ উদযাপনের জন্য চলতি অর্থবছরে বরাদ্দ করা বাজেট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকের সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
প্রেস উইংয়ের বিবৃতি অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত মুজিব বর্ষ উদযাপনে মোট ১ হাজার ২৬১ কোটি টাকা ব্যয় হয়েছে। এ বিশাল ব্যয়ের প্রেক্ষিতে ২০২৪-২৫ অর্থবছরের জন্য বরাদ্দ করা মুজিব বর্ষের বাজেট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল:
(১) বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ নিশ্চিত করতে ২০১০ সালের ‘বিশেষ বিধান’ আইন বাতিলের নীতিগত ও চূড়ান্ত সিদ্ধান্ত। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে সরকার।
(২) প্রতিবছর ১৮ ডিসেম্বর ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস’ একসঙ্গে উদ্যাপনের প্রস্তাব অনুমোদন।
(৩) অ্যাটর্নি সার্ভিসকে শক্তিশালী করতে ‘দ্য বাংলাদেশ ল অফিসার্স (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৪’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন। এ উদ্যোগের লক্ষ্য দক্ষ ও যোগ্য অতিরিক্ত অ্যাটর্নি-জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি-জেনারেল নিয়োগ করা।
বৈঠকে গৃহীত এই সিদ্ধান্তগুলো সরকারের ভবিষ্যৎ নীতি ও কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫