|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৬:৫৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ জুলাই ২০২৪ ০১:০৫ পূর্বাহ্ণ

চীন-কোরিয়া থেকে আমদানি করা রেল কোচের সিসি ক্যামেরা: বর্তমানে নিষ্ক্রিয়।


চীন-কোরিয়া থেকে আমদানি করা রেল কোচের সিসি ক্যামেরা: বর্তমানে নিষ্ক্রিয়।


চীন-কোরিয়া থেকে আমদানি করা রেল কোচের সিসি ক্যামেরা: বর্তমানে নিষ্ক্রিয়।
ঢাকা প্রেস নিউজ


চীন ও কোরিয়া থেকে অত্যাধুনিক প্রযুক্তির সিসি ক্যামেরা সহ মোট ২৫০টি কোচ আমদানি করেছিল বাংলাদেশ রেলওয়ে। কিন্তু চার বছর লেজে গেলেও এখনও চালু করা যায়নি সেগুলো। বিভিন্ন রুটে ট্রেন চালানো হলেও যাত্রীদের নিরাপত্তার জন্য কেনা এসব ক্যামেরা বর্তমানে নিষ্ক্রিয়।
 

২০২৩ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচনের আগে একটি ট্রেনে দুর্বৃত্তদের আগুনে চারজন নিহত হওয়ার ঘটনায় ট্রেনে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিছু ট্রেনে সিসি ক্যামেরা বসানো হলেও সেগুলো কার্যকর করা যায়নি। আবার কিছু ক্যামেরা অচল হয়ে পড়েছে।
 

যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেছেন, নিজস্ব আইটি বিভাগ ও পর্যাপ্ত লোকবল না থাকায় বাংলাদেশ রেলওয়ে বিশেষ এই সেবা চালু করতে পারছে না।
 

রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবির জানিয়েছেন, আমদানি করা কোচগুলো নিয়ে কাজ চলছে। দ্রুতই সিসি ক্যামেরাগুলো সচল করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫