|
প্রিন্টের সময়কালঃ ০৬ এপ্রিল ২০২৫ ০৪:২৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ জুলাই ২০২৪ ১২:১০ অপরাহ্ণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ, দীর্ঘ যানজট


ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ, দীর্ঘ যানজট


ঢাকা প্রেস
টাঙ্গাইল প্রতিনিধি



কোটাবিরোধী আন্দোলনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল শহরের বাইপাসনগর জলপাই এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন।

 

এই বিক্ষোভের ফলে নাটিয়াপাড়া থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারী শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবি জানাচ্ছেন।
 

তারা 'সারা বাংলায় খবর দে-কোটা প্রথার কবর দে', 'আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই' এর মতো বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন।
 

বিক্ষোভকারীদের সাথে পুলিশের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনাও দেখা গেছে।
 

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি, ২০১৮ সালের সরকারি চাকরিতে নিয়োগ সংক্রান্ত পরিপত্র পুনর্বহালের দাবি।

 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, সাধারণ মানুষের চরম দুর্ভোগ।

 

বিক্ষোভ অব্যাহত, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫