সুন্দরবনে আটকে পড়া ১১ বাংলাদেশি: দালালের ফাঁদে

ঢাকা প্রেস নিউজ
সুন্দরবনের গভীরে আটকে পড়া ১১ বাংলাদেশি নাগরিকের কাহিনী সামনে এসেছে, যা মানব পাচারের একটি ন্যক্কারজনক ঘটনার ইঙ্গিত দিচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম আজকালের রোববার (১ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই ব্যক্তিরা ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় সুন্দরবনের জঙ্গলে আটকে পড়েন।
তাদের অভিযোগ, একজন দালালের সঙ্গে আর্থিক চুক্তি করে তারা ভারতে যাওয়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু দালাল তাদের সীমান্ত পার করে সুন্দরবনের বিপদজনক অঞ্চলে ফেলে রেখে পালিয়ে যায়। এই দলের মধ্যে পাঁচজন শিশু, পাঁচজন নারী এবং একজন পুরুষ রয়েছেন। তাদের সকলের বাড়ি খুলনায়।
একজন নারী জানিয়েছেন, দালালের সঙ্গে তাদের ৪৫ হাজার টাকার চুক্তি হয়েছিল। দালালের এই প্রতারণায় তারা বিপদগ্রস্ত অবস্থায় সুন্দরবনের জঙ্গলে আটকে পড়েন। পরে ভারতীয় বন দপ্তরের কর্মীরা তাদের উদ্ধার করে আলিপুর আদালতে প্রেরণ করে। পুরুষ ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫