ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে: কালির আলগা চরে প্রাথমিক বিদ্যালয় স্থাপন

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে বসবাসকারী শিশুদের জন্য শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা চরে প্রায় ৩ হাজার ৫০০ মানুষের বসবাস রয়েছে। দীর্ঘদিন ধরে এই চরের শিশুরা বিদ্যালয়ের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত ছিল।
এই সমস্যা সমাধানে ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন এই চরে উপজেলা প্রশাসন একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছে। গত বিকেলে স্কুলটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠান:
স্কুলটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা। অনুষ্ঠানে চরাধীদের মাঝে ফলের চারা, স্কুলগামী শিশুদের জন্য বই, খেলার সরঞ্জাম বিতরণ করা হয়। চরবাসীরা স্কুল স্থাপনের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
স্থানীয় বাসিন্দা রহিম মিয়া বলেন, "আমাদের এখানে কোন স্কুল ছিল না। অনেক ছেলেমেয়ে প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছিল। যাতায়াত ব্যবস্থার অসুবিধার কারণে দূরের স্কুলেও পাঠানো যায় না।" তিনি আরও বলেন, "এই স্কুলটি স্থাপনের ফলে এখন চরের শিশুরা নিয়মিত লেখাপড়া করতে পারবে।" স্কুলের এক শিক্ষার্থী শিহাব বলে, "আমাদের চরে স্কুল হয়েছে! আমি খুব খুশি। এই স্কুলে ভর্তি হয়ে লেখাপড়া করবো।"
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মুশফিকুল আলম হালিম বলেন, "স্মার্ট চর প্রকল্পের মাধ্যমে চরবাসীদের জীবনযাত্রার মান উন্নত করাই আমাদের লক্ষ্য।" তিনি আরও বলেন, "বন্যার সময় চরবাসীদের দুর্ভোগ লাঘবে উঁচু স্থানে কবরস্থান তৈরি করা হয়েছে।"
কালির আলগা চরের নতুন প্রাথমিক বিদ্যালয়টি ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে বসবাসকারী শিশুদের জীবনে শিক্ষার আলো ছড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে। এই বিদ্যালয়টি তাদের শিক্ষা লাভের সুযোগ করে দেবে এবং তাদের জীবনে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫