ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডের বিভীষিকা: ৩১ পরিবারের বেদনার্ত কান্না

ঠাকুরগাঁও সদরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭২টি ঘর। এ ঘটনায় নিঃস্ব হয়েছে ৩১ পরিবার। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রুহিয়া থানা এলাকার আখানগর ইউনিয়নের মধ্য ঝাড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আটোয়ারি ফায়ার সার্ভিসের টিম লিডার কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্থানীয়দের বরাত দিয়ে এই কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে কয়েল বা গোয়াল ঘরের ভূতি (মশা তাড়ানোর ধোয়া) থেকে এই ঘটনা ঘটতে পারে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের শোয়ারঘর, গোয়ালঘর, খড়েরঘর ও রান্নাঘর পুড়ে গেছে। তিনি আরও বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করি এবং উদ্ধারকাজ শুরু করি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রোমান বাদশা জানান, ক্ষতিগ্রস্তদের পরনের কাপড় ছাড়া সব পুড়ে গেছে। উপজেলা প্রশাসন কম্বল ও খাদ্য পাঠাবে বলে আশ্বস্ত করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫