|
প্রিন্টের সময়কালঃ ০৩ জুলাই ২০২৫ ০১:১২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ জুলাই ২০২৫ ০২:৪৮ অপরাহ্ণ

চালের বাজার স্থিতিশীল রাখতে গণমাধ্যমের সহায়তা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা


চালের বাজার স্থিতিশীল রাখতে গণমাধ্যমের সহায়তা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

চালের বাজারে অস্থিরতা রোধে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
 

বুধবার (২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
 

তিনি বলেন, “চাল আমদানি করা হয়েছে, মজুতও রয়েছে আগের তুলনায় বেশি। পাশাপাশি ফলনও ভালো হয়েছে। তা সত্ত্বেও বাজারে চালের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, যা উদ্বেগজনক।”
 

চালসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে দুর্নীতির প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দুর্নীতি নিয়ন্ত্রণে ঘাটতি থাকলেও এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। চালের বাজার স্বাভাবিক রাখতে গণমাধ্যমের ভূমিকা এখন খুবই গুরুত্বপূর্ণ।”
 

তিনি আরও বলেন, “শুধু চাল নয়, বাজারে সোনালি মুরগির দামও বেড়েছে। সরকার কোল্ড স্টোরেজ ব্যবস্থার উন্নয়ন নিয়ে কাজ করছে।”
 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জুন মাসের মধ্যে যেসব কৃষি প্রকল্পের কাজ শেষ হয়েছে, সেগুলোর বাস্তবায়নের ফলে কৃষক কতটা উপকৃত হচ্ছেন, তা নিয়ে আলোচনায় এসেছে। পাশাপাশি, বৃষ্টির পানি ধরে রাখা ও খাল খননের বিষয়েও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
 

মুরাদনগরে নারী নির্যাতনের সাম্প্রতিক একটি ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ওই ঘটনায় জড়িতদের তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হয়েছে। সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫