|
প্রিন্টের সময়কালঃ ২৯ অক্টোবর ২০২৫ ০৯:০৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ অক্টোবর ২০২৫ ০৮:২৯ অপরাহ্ণ

সড়কের মাঝেই নিরব মৃত্যু ফাঁদ!


সড়কের মাঝেই নিরব মৃত্যু ফাঁদ!


চট্টগ্রাম নগরীর বন্দরের অতি সন্নিকটে অবস্থিত “সল্টগোলা রেলক্রসিং মোড়” বর্তমানে এক ভয়াবহ ঝুঁকিপূর্ণ স্থানে পরিণত হয়েছে। প্রধান সড়কের মাঝেই তৈরি হয়েছে বিশাল বিশাল গর্ত—যেন নিরব মৃত্যু ফাঁদ! তবুও সড়ক ও জনপথ বিভাগ, চসিক কিংবা সিএমপি ট্রাফিক বিভাগ—কেউই যেন দেখেও না দেখার ভান ধরে দায়িত্ব পালন করছে।
 

প্রতিদিন এই পথে হাজারো মানুষ, অফিসগামী, শ্রমজীবী ও যাত্রী সাধারণ বিভিন্ন যানবাহনে চলাচল করেন। সামান্য অসতর্কতায় কোনো যানবাহন এই গর্তে আটকা পড়লেই ঘটে দুর্ঘটনা, ঝুঁকিতে পড়ে প্রাণ।
 

অতএব, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার ও মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপ কামনা করছি।
 

জনস্বার্থে,
মুহাম্মদ বাবুল হোসেন বাবলা
সিনিয়র রিপোর্টার, চট্টগ্রাম.


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫