কোটা সংস্কার আন্দোলন: দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন।রোববার (১৪ জুলাই) দুপুরে ঢাকাসহ সারা দেশে একযোগে এই কর্মসূচি পালিত হয়।
ঢাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হওয়া একটি বিশাল শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করে।শোভাযাত্রায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবি করেন।
তারা জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপিও প্রদান করেন।স্মারকলিপিতে বলা হয়েছে যে, বর্তমান কোটা ব্যবস্থা অযৌক্তিক এবং এর ফলে মেধাবী শিক্ষার্থীরা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।তারা সরকারকে অনুরোধ করেছে যাতে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে মেধাবীদের সুযোগ করে দেওয়া হয়।
ঢাকার বাইরেও, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা, রংপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন।এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সাধারণ মানুষ।কোটা সংস্কার আন্দোলন দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫