বিএনপি নেতা গোলাম মোস্তফা বহিষ্কার:

ঢাকা প্রেস নিউজ
ঢাকা, ৭ সেপ্টেম্বর (যুগান্তর): বিএনপির ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানাধীন ২নং ওয়ার্ড সভাপতি গোলাম মোস্তফা মাস্টারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোলাম মোস্তফা মাস্টার দলের নীতি ও আদর্শের বিপরীতে কাজ করেছেন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এই কারণেই তাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫