|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৪৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ জুন ২০২৩ ১২:০৯ অপরাহ্ণ

অনুমতি পেলো সমাবেশের জামায়াত


অনুমতি পেলো সমাবেশের জামায়াত


বশেষে সমাবেশের অনুমতি পেলো জামায়াতে ইসলামী। শনিবার (১০ জুন) বেলা ২টার দিকে রমানার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার সম্পাদক আশরাফুল আলম ইমন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আশা করছি- ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বুকিং পাব এবং দুপুর ২টায় সমাবেশ শুরু হবে।

 

এর আগে, ৬ জুন বিকেলে জামায়াতের আট সদস্যের প্রতিনিধি দল মিন্টো রোডের ডিএমপি কার্যালয়ে যায়।তারা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার অনুমতি চেয়েছিল। সেখান থেকে বেরিয়ে প্রতিনিধি দলের প্রধান অ্যাডভোকেট সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, আবেদনটি ডিএমপির একজন উপপুলিশ কমিশনার গ্রহণ করেছেন।

তিনি আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তাকে অভিহিত করেছি, জামায়াতে ইসলাম ৫ জুন বিক্ষোভ কর্মসূচির অনুমতি চেয়েছিল। কিন্তু পুলিশের পক্ষ থেকে কর্মদিবসের একটি কারণ দেখিয়ে অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিল। তাই ১০ জুনের কর্মসূচির জন্য অনুমতি চেয়ে আবেদন করেছি। এতে পুলিশের সহযোগিতা চেয়েছি।
 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫