সাঁকো পারাপারের বিরোধে কৃষক হত্যা: দুই গ্রেপ্তার

ঢাকা প্রেস
শরীয়তপুর প্রতিনিধি:-
শরীয়তপুরের নড়িয়ায় সাঁকো পারাপার নিয়ে দ্বন্দ্বের জেরে এক কৃষককে হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মাদারীপুর র্যাব-৮-এর অধিনায়ক মীর মনির হোসেন জানিয়েছেন, শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে নিহত কামাল বেপারী ও একই গ্রামের আলী হোসেন সরদারের মধ্যে বিরোধ চলে আসছিল।
শুক্রবার সকালে সাঁকো পারাপার নিয়ে কামাল বেপারীর স্ত্রী ও আলী হোসেন সরদারের ভাইয়ের স্ত্রীর মধ্যে তর্কাতর্কির জেরে এই হত্যাকাণ্ড ঘটে। পরে কামাল বেপারীকে আলী হোসেন সরদারের নেতৃত্বে একদল লোক কুপিয়ে জখম করে। পরে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রীর করা মামলায় র্যাব-২ ও র্যাব-৮-এর যৌথ অভিযানে সোমবার ঢাকার সাভার থেকে আলী হোসেন এবং আমির হোসেন নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫