এবার মেজর ডালিম সম্পর্কে মুখ খুললেন প্রিন্স মাহমুদ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ জানুয়ারি ২০২৫ ০৫:৪৮ অপরাহ্ণ   |   ৪১১ বার পঠিত
এবার মেজর ডালিম সম্পর্কে মুখ খুললেন প্রিন্স মাহমুদ

ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-
 

গেল দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব জায়গায় আলোচনা চলছে মেজর ডালিমের বক্তব্য নিয়ে। দীর্ঘ সময় পরে আড়াল থেকে বেরিয়ে রোববার (৫ জানুয়ারি) রাতে ইউটিউবে লাইভে আসেন ডালিম। সেখানে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলেন, যার মধ্যে উঠে আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধ, ভারত-পাকিস্তান সম্পর্ক ইত্যাদি। তবে তার এই বক্তব্য ভালোভাবে গ্রহণ করেননি জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ।
 

সোমবার (৬ জানুয়ারি) নিজের ফেসবুকে একটি পোস্টে প্রিন্স মাহমুদ লিখেন, "দুঃখিত ডালিম সাহেব, আপনি প্রভুত্ব ফলাতে চাওয়ার কারণে ভারতের প্রতি রাগ প্রকাশ করছেন, তবে পাকিস্তানকে ভালোবাসছেন না, এই জন্মে না।"
 

প্রিন্সের ওই পোস্টের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু নেটিজেন ডালিমের পক্ষ নিয়ে প্রিন্সকে কটাক্ষ করেছেন, আবার কেউ প্রিন্স মাহমুদকে সমর্থন জানিয়েছেন।
 

মেজর ডালিম তার লাইভে ১৯৭৫ সালের হত্যাকাণ্ডের পেছনের কারণ ও বিস্তারিত ইতিহাস তুলে ধরে বলেন, এটি খুবই স্পর্শকাতর একটি বিষয়। তিনি জানান, ১৫ আগস্টের হত্যাকাণ্ড ছিল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এর সূচনা ঘটে মুক্তিযুদ্ধের সময় থেকেই। তিনি বলেন, "আমরা বুঝতে পারছিলাম, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কি আমাদের ইচ্ছায় হচ্ছে? নাকি অন্য কোনো উদ্দেশ্যে?"
 

একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে তিনি আরও বলেন, "সাতদফা চুক্তির মাধ্যমে যখন নজরুল ইসলাম ও তাজ উদ্দিনকে পারমিশন দেওয়া হয় একটি প্রভিশনাল সরকার গঠনের জন্য, তখন তারা বুঝতে পারছিলেন যে, বাংলাদেশের পরিণতি ক্রমশ ভারতের করদরাজ্যে পরিণত হবে।"
 

শেখ মুজিবের স্বৈরাচারী আচরণের সমালোচনা করে মেজর ডালিম বলেন, "মুজিবের শাসন এতোটাই কঠোর ছিল যে, মানুষ মুক্তি চাচ্ছিল তার শাসনের হাত থেকে।"
 

এছাড়া মেজর ডালিম দাবি করেন, "মুজিব সেনা অভ্যুত্থানে নিহত হন, তার মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সেনা অভ্যুত্থানটি ছিল একটি কঠিন সংঘর্ষ, যেখানে দুই পক্ষই প্রাণ হারিয়েছে।"
 

মেজর ডালিম আরও বলেন, "বিপ্লবীরা বিজয়ী হয়ে ক্ষমতা হাতে নিয়েছিলেন।"
 

লাইভে ২৪ এর বিপ্লবীদের উদ্দেশ্যে মেজর ডালিম বলেন, "বর্তমান প্রজন্মের বিপ্লবীরা যদি কোনো অবদান রাখতে পারে, তাদের অভিজ্ঞতা ও যোগাযোগ থেকে আমরা তাদের সহায়তা করতে প্রস্তুত। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই, এবং মন থেকে দোয়া করি যেন তাদের বিপ্লব সফল হয়। তারা যেন একটি সুখী, সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গড়তে সক্ষম হয়।"