|
প্রিন্টের সময়কালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২৩ অপরাহ্ণ

সাজেক ভ্যালির ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে


সাজেক ভ্যালির ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে


রাঙামাটি প্রতিনিধি:-

 

রাঙামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। সোমবার বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৬০ থেকে ৭০টি রিসোর্ট সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
 

অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় দুপুর পৌনে ১টার দিকে ইকো ভ্যালি রিসোর্ট থেকে। দ্রুতই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং সাজেক অবকাশ রিসোর্টসহ অন্যান্য স্থাপনাগুলোতে আগুন ধরে যায়। খবর পেয়ে সেনাবাহিনী ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাজেকে কোনো ফায়ার স্টেশন না থাকায় দীঘিনালা ফায়ার স্টেশনের একটি ইউনিট বিকেল ২টা ৪০ মিনিটে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। পরে মাটিরাঙ্গা, লংগদু, পানছড়ি, খাগড়াছড়ি সদর, রামগড় ও লক্ষীছড়ি ফায়ার স্টেশন থেকে মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে দুর্গম রাস্তা ও পানির সংকটের কারণে আগুন নেভাতে সময় বেশি লেগেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫