|
প্রিন্টের সময়কালঃ ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ

চবি শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ: বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮


চবি শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ: বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮


হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা:-

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে দুই দিনব্যাপী সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের পর বিশেষ অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

বুধবার ভোরে হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জোবরা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান।
 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. ইমরান হোসেন প্রকাশ (৩৫), হাসান প্রকাশ হাসাঈন (২২), রাসেল ওরফে কালো রাসেল (৩০), মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও মো. দিদারুল আলম (৪৬)।
 

এর আগে মঙ্গলবার হাটহাজারী মডেল থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয় বলে জানিয়েছেন থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন।
 

তিনি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে মামলায় ৯৮ জনের নাম উল্লেখ করেছে এবং আরও এক হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করেছে। মামলার পরপরই পুলিশি অভিযান শুরু হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫