|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ ডিসেম্বর ২০২৪ ০২:৫১ অপরাহ্ণ

জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জুলুম হবে না: আমির ডা. শফিকুর রহমান


জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জুলুম হবে না: আমির ডা. শফিকুর রহমান


ঢাকা প্রেস,ঝালকাঠি প্রতিনিধি:-

 

জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশে জুলুম-নির্যাতনের কোনো স্থান থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
 

সোমবার (২ ডিসেম্বর) সকালে ঝালকাঠি জেলার ইউনিয়ন পর্যায়ের নেতাদের নিয়ে অনুষ্ঠিত দায়িত্বশীল সম্মেলনে তিনি এ কথা বলেন।
 

ডা. শফিকুর রহমান বলেন, "আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো অফিস-আদালতে মানুষ লাঞ্ছিত হবে না। কোনো নাগরিক হয়রানির শিকার হবে না। কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পাবে, শ্রমিক তার পরিশ্রমের সঠিক মূল্য পাবে, এবং বিচারক তার দায়িত্ব পালনে ন্যায়ের মানদণ্ড বজায় রাখবে।"
 

তিনি আরও বলেন, "জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এসব লক্ষ্য বাস্তবায়ন করা হবে। আমরা এমন একটি দেশ চাই, যেখানে মানবিক মূল্যবোধ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।"
 

ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন।
 

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী, যিনি সম্মেলনে বক্তব্য রাখেন।
 

সম্মেলন শেষে জামায়াতের আমির নেছারাবাদ এনএস কামিল মাদরাসার মাঠে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে অংশ নেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫