নাটোরের বড়াইগ্রামে সমাজ সেবা দপ্তরের তারুণ্যের উৎসব
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
নাটোরের বড়াইগ্রামে সমাজ সেবা দপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা, অনগ্রসর জনগোষ্ঠীকে ঋণ বিতরণ, প্রতিবন্ধীদের জন্য ওয়ান স্টপ সেবা প্রদানের আয়োজন করা হয়।
উপজেলা সমাজ সেবা অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার হাসিব বিন শাহাব, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ অংশ নেয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫