র্যাংকিংয়ের শীর্ষে সুইডেন টপকে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে

সদ্যই প্রথমবারের মতো নারী বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। সপ্তাহ না ঘুরতেই তাদেরকে পেছনে ফেলে ফিফা নারী র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করল সুইডেন। গতকাল প্রকাশিত এই র্যাংকিং অনুযায়ী স্পেনকে দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। শীর্ষে উঠতে র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে সুইডেন।
এই স্পেনের কাছেই সেমিফাইনালে হেরে সুইডিশ মেয়েদের বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল। সিডনির ফাইনালে ওলগা কারমোনার প্রথমার্ধের একমাত্র গোলে ইংল্যান্ডকে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে স্পেন। আর স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে টুর্নামেন্টের তৃতীয় স্থান নিয়েই সুইডেনকে সন্তুষ্ট থাকতে হয়েছিল। বিশ্বকাপজয়ী স্পেনের র্যাংকিংয়ে চার ধার উন্নতি হয়েছে।
গ্রুপ পর্বে জাপানের কাছে ৪-০ গোলে না হারলে হয়তো তাদের র্যাংকিংয়ের শীর্ষ স্থানে ওঠার সুযোগ থাকত। আগের র্যাংকিংয়ে শীর্ষস্থানে থাকা যুক্তরাষ্ট্রের পর চতুর্থ স্থান নিশ্চিত করেছে ফাইনালে পরাজিত ইংল্যান্ড। শেষ ষোলোতে সুইডেনের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে এত আগে কখনোই বিদায় নেয়নি দলটি।
গ্রুপ পর্ব থেকে হতাশাজনক বিদায়ে জার্মানি চার ধাপ নিচে নেমে ষষ্ঠ স্থানে অবস্থান করছে।
ফিফা র্যাংকিংয়ের শীর্ষ ১০ :
১. সুইডেন ২০৬৯.১৭
২. স্পেন ২০৫১.৮৪
৩. যুক্তরাষ্ট্র ২০৫১.২১
৪. ইংল্যান্ড ২০৩০.১৪
৫. ফ্রান্স ২০০৪.১৭
৬. জার্মানি ১৯৮৭.৬৭
৭. নেদারল্যান্ডস ১৯৮৪.৫
৮. জাপান ১৯৬১.৩৫
৯. ব্রাজিল ১৯৪৯.৪১
১০. কানাডা ১৯৪৪.৮৪
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫