জমি অধিগ্রহণ বন্ধ থাকায় ব্যাহত কুড়িগ্রামের রাস্তা উন্নয়ন কাজ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ জানুয়ারি ২০২৫ ০৭:৩৭ অপরাহ্ণ   |   ৫৪৬ বার পঠিত
জমি অধিগ্রহণ বন্ধ থাকায় ব্যাহত কুড়িগ্রামের রাস্তা উন্নয়ন কাজ

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


বাইপাস সড়ক নির্মাণ না হওয়ায় আটকে আছে কুড়িগ্রামের দাসেরহাট-সোনাহাট স্থলবন্দর পর্যন্ত ৪৬ কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ। ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় নিজেদের স্থাপনা সরিয়ে নিচ্ছেন না স্থানীয়রা। অন্যদিকে, জেলা শহরের ভেতর দিয়ে বন্দরকেন্দ্রিক যানবাহন চলাচলে বেড়েছে ভোগান্তি।

 



২০২১ সালে কুড়িগ্রাম সদর উপজেলার দাসেরহাট থেকে ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর পর্যন্ত ৪৬ কিলোমিটার সড়ক জাতীয় সড়কে উন্নয়নে কাজ শুরু করে সড়ক বিভাগ। সড়কটির উন্নয়ন ব্যয় ধরা হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা। এরমধ্যে বাইপাস সড়ক নির্মাণের বরাদ্দ প্রায় ২০০ কোটি টাকা।
 

 

এরমধ্যে সোনাহাট থেকে সদরের তারামন বিবির মোড় পর্যন্ত ৪১ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শেষ হলেও কোনো অগ্রগতি নেই তারামন বিবির মোড় থেকে দাসেরহাট পর্যন্ত বাকি ৫ কিলোমিটার বাইপাস সড়কের কাজে। এতে জেলা শহরের ভেতর দিয়ে বন্দরকেন্দ্রিক যানবাহন চলাচলে বেড়েছে ভোগান্তি।
 

সদরের হরিকেশ এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ২০১৭ সাল থেকে ভূমি অধিগ্রহণের জমি মাপা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত টাকা পাই নাই। জমির টাকা না পাওয়ায় বাড়ি- সরিয়ে যে অন্য জায়গায় নেবো সেটাও পারছি না। আমরা চাই দ্রুত টাকা দেয়া হোক। তাহলে আমরা অন্যত্র যেতে পারব।
 

কুড়িগ্রামের চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আব্দুল আজিজ বলেন, এই বাইপাস সড়কের ভূমি অধিগ্রহণ সম্পন্ন না করেই টেন্ডার করা হয়েছিল। এ কারণে এ সমস্যা তৈরি হয়েছে। আমরা ব্যবসায়ীরা চাই দ্রুত ভূমি সমস্যা সমাধান করে বাইপাস সড়কটি নির্মাণ করা হোক। তাহলে সোনাহাট সড়কে পণ্যবাহী যানবাহনে সুবিধা মিলবে।
 

কুড়িগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ৫ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের জন্য ২০২১ সালে টেন্ডার করা হলেও ভূমি অধিগ্রহণ শেষ না হওয়ায় তা বাতিল করা হয়েছে। পরবর্তীতে বাইপাস সড়কের ৫ কিলোমিটারের মধ্যে ১ কিলোমিটারের জমি বুঝে পাওয়া গেছে। বাকী ৪ কিলোমিটার জমি অধিগ্রহণের কাজ দ্রুত শেষ করে বাইপাস সড়ক নির্মাণ করা হবে।