সিইসির সঙ্গে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধি দল।
মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়। ছয় সদস্যের এ দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি নতুন প্রকল্প নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি, কমিশনের পরিকল্পনা এবং আগামীর কর্মপরিকল্পনা সম্পর্কেও কথা হয়।
কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমের প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছে।
ইসি সচিব আখতার আহমেদ এর আগে জানিয়েছিলেন, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫