সাতক্ষীরায় মালিকবিহীন আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস
ঢাকা প্রেস
আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধি:-
রবিবার ১৯শে জানুয়ারি বেলা ১১টায় সাতক্ষীরায় বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবি সীমান্তে জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি জাতীয় অর্থনীতিতে মূল্যবান ভূমিকা রাখছে।
বিশেষ করে সীমান্তে মাদকসহ সকল চোরাচালানের বিরুদ্ধে মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ,জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেছেন। মহাপরিচালক, বিজিবি এর নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর সৈনিকগণ মাদক চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলার ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকা থেকে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর সদস্যগণ গত ১৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ হতে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত সীমান্ত হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল ৭,৪৫৬ বোতল, ভারতীয় বিভিন্ন প্রকার মদ ১৭,২১৮ বোতল।
ভারতীয় গাঁজা ৯৩.৫০৩ কেজি, ভারতীয় হিরোইন ৭.১০০ কেজি, ভারতীয় ইয়াবা ট্যাবলেট ৩,২৮,৮৫৩ পিচ। ভারতীয় এলএসডি ২৪ বোতল, ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস ৪.৫৫২ কেজি, ভারতীয় অনাগ্রা ট্যাবলেট ৪০,৯০৭ পিচ, ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ ২,৬৩,৪০,৪৭১ পিচ। ভারতীয় ইনজেকশন ড্রাগ ৩৮ বোতল, ভারতীয় পাতার বিড়ি ১৩,৪৮,৫৫৩ পিচ, ভারতীয় তামাকের গুড়া ২০ কেজি আটক করতে সক্ষম হয়েছে ৩৩ বিজিবি।
এ সময় উপস্থিত ছিলেন কর্নেল মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী, পিএসসি, সেক্টর কমান্ডর, খুলনা। লেঃ কর্নেল মোহাম্মদ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি, অধিনায়ক, সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, ব্যাটালিয়ন ৩৩ বিজিবি সাতক্ষীরা। ডাক্তার কাজী আরিফ আহমেদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এবং বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সাতক্ষীরা। রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা।
এস এম আরিফ রায়হান, সিনিয়র সহকারী পুলিশ সুপার। কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) র্যাব ৬, সিপিসি ১, সাতক্ষীরা। সরদার ইকবাল হোসেন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সাতক্ষীরা সদর থানা। মিজানুর রহমান শরীফ, উপ পরিচালক। বিজয় কুমার মজুমদার উপ পরিদর্শক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরা, রবীন্দ্র নাথ ঘোষ, রাজস্ব কর্মকর্তা, কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট সার্কেল এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫