হাতিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ঢাকা প্রেস
হাতিয়া (নোয়াখালী) উপজেলা প্রতিনিধি:-
নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. বেলাল উদ্দিন (৪৫)। স্বজনদের অভিযোগ, আওয়ামী লীগের কর্মীরা এ হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলাল উদ্দিন দাওয়াত থেকে ফিরছিলেন। কাদেরিয়া ঘাট এলাকায় অপর দুই যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা আফছার উদ্দিন দাবি করেন, হামলাকারীরা আওয়ামী লীগের কর্মী এবং জেলা পরিষদের সাবেক মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিলাদের অনুসারী।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ জানান, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫