১৪ জেলায় দাবদাহ বইছে, তীব্রতা আরও বাড়তে পারে

প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৩ ০২:৪৩ অপরাহ্ণ ৩১২ বার পঠিত
১৪ জেলায় দাবদাহ বইছে, তীব্রতা আরও বাড়তে পারে

কাল থেকে ঢাকা শহরজুড়ে গা পোড়ানো গরম। ঠা ঠা রোদে রাস্তার পিচ থেকে যেন আগুনের হলকা বের হচ্ছে। এত গেল রাজধানীর অবস্থা। ঢাকার বাইরে খুলনা বিভাগের পুরোটা আর অন্তত চারটি জেলায় এর চেয়ে বেশি গরমের অনুভূতি পাওয়া যাচ্ছে। দুই দিন ধরে দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা বাড়ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী অন্তত এক সপ্তাহ গরমের তীব্রতা কমার সম্ভাবনা নেই। বরং আগামী কয়েক দিন দেশের বেশির ভাগ এলাকায় গরমের কষ্ট বাড়তে পারে। দেশের বিভিন্ন স্থানে যে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে, তার তীব্রতা বেড়ে মাঝারি থেকে তীব্র দাবদাহে পরিণত হতে পারে। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। কোথাও কোথাও হালকা বাতাস বইলেও তাতে গরমের তীব্রতা কমছে না।


আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দিনের বাকি সময়, এমনকি রাতেও গরমের তীব্রতা একই থাকবে। আগামীকাল দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। দেশের বিভিন্ন স্থানে দাবদাহ আরও ছড়িয়ে পড়তে পারে। বাকি এলাকাগুলোতে দাবদাহের তাপমাত্রা, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য ১০ ডিগ্রি সেলসিয়াসের কম রয়েছে। এতে দিনের রোদ ফুরিয়ে গেলেও রাতেও গরম থাকতে পারে।

এ ব্যাপারে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুর ইসলাম প্রথম আলোকে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে দেশের বেশির ভাগ এলাকায় মেঘ-বৃষ্টির সম্ভাবনা কম। তবে দেশের কয়েকটি এলাকায় বিচ্ছিন্নভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হলেও তা কম সময় স্থায়ী হবে। ফলে গমের তীব্রতা রয়ে যেতে পারে।


আজ শুক্রবার দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়—৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রাজশাহী, পাবনা, ফরিদপুর ও মানিকগঞ্জের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রাও ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, অর্থাৎ ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল।

এদিকে তীব্র গরমের রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকার মানুষের কষ্ট বেড়েছে। বিশেষ করে এ সময়ে যারা নানা কাজে ঘরের বাইরে যাতায়াত করছে, তাদের গরমের কষ্ট বেশি সহ্য করতে হচ্ছে। যেসব এলাকায় গাছপালা ও জলাশয় নেই, সেখানকার গরমের তীব্রতা অন্য এলাকাগুলোর তুলনায় বেশি।