৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৫

৪৫তম বিসিএসের আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে। এখন আবেদনকারীদের বসতে হবে প্রিলিমিনারি পরীক্ষায়। যেহেতু প্রিলিমিনারিতে প্রতিযোগী বেশি, তাই পাস করতে হলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ রোববার পঞ্চম পর্বে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ের মডেল টেস্ট প্রকাশ করা হলো।
১. কোন বানানটি শুদ্ধ?
ক. আইনজীবি
খ. কথপোকথন
গ. ব্রাহ্মণ
ঘ. ভৌগোলিক
২. কোন বাক্যটি অশুদ্ধ?
ক. পূর্ব দিকে সূর্য উদিত হয়
খ. সকল সভ্যই উপস্থিত ছিলেন
গ. এ কাজ আমার পক্ষে সম্ভবপর নয়
ঘ. প্রাণে ঐকতান বাজলে দুঃখ থাকে না
৩. অপপ্রয়োগের উদাহরণ নয় কোনটি?
ক. অশ্রুজল
খ. সদাসর্বদা
গ. বিবদমান
ঘ. বাহ্যিক
৪. কাব্য ম্যাজিক হতে পারে, কিন্তু সমালোচনা লজিক হতে বাধ্য। এটি কী ধরনের বাক্য?
ক. যৌগিক
খ. সরল
গ. জটিল
ঘ. বিস্ময়সূচক
৫. নিম্নবর্ণিত কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
ক. জ
খ. ভ
গ. থ
ঘ. দ
৬. ‘তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক।’- বাক্যে ‘পুণ্য’ কোন পদ?
ক. ক্রিয়া
খ. বিশেষ্য
গ. বিশেষণ
ঘ. অব্যয়
৭. বাংলা স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা কয়টি?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি
৮. ‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. হোমাগ্নি
খ. দ্যুলোক
গ. অখিল
ঘ. আফতাব
৯. ‘ঊর্মি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. পর্বত
খ. মেঘ
গ. ঢেউ
ঘ. সাগর
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫