|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৫৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ আগu ২০২৩ ০৩:৩৫ অপরাহ্ণ

পূবালী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি


পূবালী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি


পূবালী ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ব্যাংকে ট্রেড ফিন্যান্স ইউনিটে (এক্সপোর্ট সেকশন) ৪০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার
পদসংখ্যা: ৭
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ডিএআইবিবি/সিডিসিএস/সিএসডিজি সার্টিফিকেশন বা সংশ্লিষ্ট সার্টিফিকেশন কোর্স করা থাকতে হবে। কোনো ব্যাংকে অন্তত ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ট্রেড ফিন্যান্স/ফরেন এক্সচেঞ্জ বিজনেসে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অন্তত দুই বছর সিনিয়র প্রিন্সিপাল অফিসার বা সমপদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এলসি, বিটুবি, ব্যাংক গ্যারান্টি, ডকুমেন্টারি কালেকশন বিষয়ে জানাশোনা থাকতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য আইন জানতে হবে। সমস্যা সমাধান ও অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে। এমএস অফিস, ট্রেড ফিন্যান্স সফটওয়্যার ও বাংলাদেশ ব্যাংকের অনলাইন ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন মনিটরিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: ২০২৩ সালের ৩১ জুলাই সর্বোচ্চ ৪২ বছর।
বেতন: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

২. পদের নাম: সিনিয়র প্রিন্সিপাল অফিসার/প্রিন্সিপাল অফিসার
পদসংখ্যা: ৩৩
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ডিএআইবিবি/সিডিসিএস/সিএসডিজি সার্টিফিকেশন বা সংশ্লিষ্ট সার্টিফিকেশন কোর্স করা থাকতে হবে। সিনিয়র প্রিন্সিপাল পদের জন্য কোনো ব্যাংকে অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ট্রেড ফিন্যান্স/ফরেন এক্সচেঞ্জ বিজনেসে ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অন্তত দুই বছর প্রিন্সিপাল অফিসার বা সমপদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রিন্সিপাল অফিসার পদের জন্য কোনো ব্যাংকে অন্তত আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ট্রেড ফিন্যান্স/ফরেন এক্সচেঞ্জ বিজনেসে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অন্তত দুই বছর সিনিয়র অফিসার বা সমপদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এলসি, বিটুবি, ব্যাংক গ্যারান্টি, ডকুমেন্টারি কালেকশন বিষয়ে জানাশোনা থাকতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য আইন জানতে হবে। 
সমস্যা সমাধান ও অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে। এমএস অফিস, ট্রেড ফিন্যান্স সফটওয়্যার ও বাংলাদেশ ব্যাংকের অনলাইন ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন মনিটরিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমে দক্ষ হতে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: ২০২৩ সালের ৩১ জুলাই সিনিয়র প্রিন্সিপাল অফিসারের জন্য সর্বোচ্চ ৪০ বছর ও প্রিন্সিপাল অফিসারের জন্য সর্বোচ্চ ৩৮ বছর।
বেতন: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

গুলে জান্নাত সুমি ও জান্নাতুন নাঈম খুশবু দুই বোন এবার ৪১ তম বিসিএসে শিক্ষা ও কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের পূবালী ব্যাংকের ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৩।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫