পাথরলুট কাণ্ডে গ্রেপ্তার বহিষ্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিন

অনলাইন ডেস্ক:-
সিলেটে আলোচিত পাথরলুট ঘটনার অভিযোগে বিএনপির বহিষ্কৃত নেতা সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নগরীর আম্বরখানা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সাহাব উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১১ আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাহাব উদ্দিনকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চাঁদাবাজি, দখলবাজিসহ দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। নতুন সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্থানীয় সূত্র জানায়, সাহাব উদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল, সাদা পাথর লুটপাট ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫