ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাব পাস

জাতিসংঘ মানবাধিকার পরিষদ গাজা যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্তের আহ্বান জানিয়েছে।পরিষদ ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধেরও দাবি জানিয়েছে।বাংলাদেশসহ ২৮টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।যুক্তরাষ্ট্র, জার্মানিসহ ৬টি দেশ বিপক্ষে ভোট দেয়।ভারত, ফ্রান্সসহ ১৩টি দেশ ভোটদানে বিরত থাকে।
জাতিসংঘ মানবাধিকার পরিষদ গত শুক্রবার একটি প্রস্তাব গ্রহণ করেছে যাতে গাজা যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্তের আহ্বান জানানো হয়েছে।প্রস্তাবে ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধেরও দাবি জানানো হয়েছে।এই প্রস্তাবটি প্রথমবারের মতো জাতিসংঘের এই সংস্থাটির পক্ষ থেকে গাজা যুদ্ধের বিষয়ে একটি স্পষ্ট অবস্থান তুলে ধরে।প্রস্তাবটি উত্থাপন করে পাকিস্তান এবং বাংলাদেশসহ ২৮টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।যুক্তরাষ্ট্র, জার্মানিসহ ৬টি দেশ বিপক্ষে ভোট দেয়।ভারত, ফ্রান্সসহ ১৩টি দেশ ভোটদানে বিরত থাকে।
প্রস্তাবে বলা হয়েছে যে ইসরায়েল গাজায় অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।সুইজারল্যান্ডে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইব্রাহিম মোহাম্মদ খারাইশি বলেছেন যে গাজায় "গণহত্যা" সংঘটিত হচ্ছে এবং পুরো বিশ্ব টেলিভিশনের পর্দায় এটি দেখছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫