|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৬:১৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৯:১১ অপরাহ্ণ

সীতাকুণ্ডে ভোক্তা সুরক্ষা আন্দোলন (সিআরবির) নবনির্বাচিত চট্টগ্রাম  জেলা ও সীতাকুণ্ড পৌর কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত


সীতাকুণ্ডে ভোক্তা সুরক্ষা আন্দোলন (সিআরবির) নবনির্বাচিত চট্টগ্রাম  জেলা ও সীতাকুণ্ড পৌর কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত


কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:-



চট্টগ্রাম সীতাকুণ্ডে ভোক্তা সুরক্ষা আন্দোলন (সিআরবি) এর নবনির্বাচিত চট্টগ্রাম উত্তর জেলা ও সীতাকুণ্ড পৌরসভা কমিটির শপথ এবং অভিষেক অনুষ্ঠিত হয়েছে।


 



শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে চট্টগ্রাম উত্তর জেলা সুরক্ষা আন্দোলন (আইআরবি)'র নব নির্বাচিত  সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক এ্যাড. মাওলানা তাওহীদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারী তোফায়েল উদ্দীনের পরিচালনায় চট্টগ্রাম উত্তর জেলা কমিটি ও সীতাকুণ্ড পৌরসভা কমিটির শপথ অভিষেক অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন, শপথ অনুষ্ঠানের প্রধান অতিথি ভোক্তা সুরক্ষা আন্দোলনের (সিআরপি) মহাসচিব  ডিজাইনার কে জি এম সোহাগ,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,  সীতাকুণ্ড প্রেসক্লাবের সেক্রেটারী আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম। 


এছাড়া আরো উপস্হিত ছিলেন,  দৈনিক ইত্তেফাক প্রতিনিধি,প্রেসক্লাবের  সিনিয়র সাংবাদিক মীর মোঃ দিদারুল হোসেন টুটুল, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক মোঃ সালাউদ্দিন ও প্রচার সম্পাদক সঞ্জয় চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


শপথ অনুষ্ঠানের মহাসচিব সোহাগ ক্রেতা অধিকার সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবী জানিয়ে বলেন, আমরা যারা ভোক্তা আছি আজ আমরা ভোক্তা অধিকার থেকে বঞ্চিত। কারণ সর্বক্ষেত্রে ভোক্তাদের অধিকার নিয়ে বৈষম্য চলছে। তাই এই বৈষম্য দূর করতে হলে এবং দাবী আদায়ের জন্য আলাদা মন্ত্রণালয় দরকার।


আলোচনা সভা শেষে নবনির্বাচিত উভয় কমিটিকে শপথ বাক্য পাঠ করান, ভোক্তা সুরক্ষা আন্দোলনের মহাসচিব ডিজাইনার কে জি এম সোহাগ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫