|
প্রিন্টের সময়কালঃ ২৭ অক্টোবর ২০২৫ ০২:৫৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ অক্টোবর ২০২৫ ০৬:০১ অপরাহ্ণ

তিতাসে দেশি-বিদেশি অস্ত্রসহ চার নারী গ্রেপ্তার


তিতাসে দেশি-বিদেশি অস্ত্রসহ চার নারী গ্রেপ্তার


মো: কউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-


 

কুমিল্লার তিতাস উপজেলায় অভিযান চালিয়ে একাধিক দেশি ও বিদেশি অস্ত্রসহ চার নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার শাহপুর গ্রামে পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, শনিবার রাতভর শাহপুর গ্রামে একাধিক অভিযান চালানো হয়।
 

রাত ১১টার দিকে প্রথম অভিযানে আব্দুর কাদির মিয়ার বসতঘর থেকে ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাদিরের স্ত্রী মোসা. শান্তি বেগম (৬০) কে আটক করা হয়।
 

এর দেড় ঘণ্টা পর, রাত প্রায় ১টা ৩০ মিনিটে মো. আলাউদ্দিনের ভবনের সানসিট এলাকা থেকে একটি রিভলবার, ছয় রাউন্ড গুলি, একটি দেশি এলজি, একটি পাইপগান এবং তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় আলাউদ্দিনের স্ত্রী ফারজানা আক্তার (২৯), জহির ভূঁইয়ার স্ত্রী জুবেদা আক্তার ময়না (৩৩) এবং মৃত আ. মতিন মোল্লার মেয়ে আমিনা আক্তার (৩৭) কে গ্রেপ্তার করা হয়।
 

এছাড়া পুলিশের আরেকটি অভিযানে ব্যাপারী বাড়ির পরিত্যক্ত স্থান থেকে একটি দেশি পাইপগান ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
 

ওসি খালেদ সাইফুল্লাহ আরও জানান, একই রাতে নিয়মিত মামলার আসামি হিসেবে শাহপুর এলাকা থেকে আরও দুজনকে আটক করা হয়েছে।
 

চলমান অভিযানে তিতাস থানার পুলিশ অস্ত্র উদ্ধারে সফলতা অর্জন করেছে বলে তিনি উল্লেখ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫