সাংবাদিকদের ২১ দফা দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ, সাগর-রুনি হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালসহ ২১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টায় কুড়িগ্রাম কলেজ মোড়ে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের (কেজিইউজে) আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলার আট উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক আরিফুল ইসলাম রিগান, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব মানোয়ার হোসেন লিটন, সদস্য রাশেদুজ্জামান তাওহীদসহ বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ।
এ সময় সাংবাদিকদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও একুশে টিভির জেলা প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব।
বক্তারা অবিলম্বে সাংবাদিকদের ২১ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫