মাধবপুরে একাধিক মামলার ৩ আসামি গ্রেফতার
ঢাকা প্রেস
মো ইপাজ খাঁ,বিশেষ প্রতিনিধি:-
হবিগঞ্জের মাধবপুরে গ্রেফতারি পরোয়ানা তামিল উদ্ধার চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ ও বিভিন্ন অপরাধের জড়িত থাকার অপরাধে ৪ জানুয়ারি রাত আনুমানিক ৩.৩০ মিনিটে ৩ আসামিকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।
জানা যায়, মাধবপুর থানাধীন ৯ নং নোয়াপাড়া ইউনিয়নের করড়া পাকা রাস্তার উপর হতে এসআই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় এস আই নাজমুল হাসান, এস আই মোঃ শাহানুর ইসলাম ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে ২টি ধারালো চাকু ও ১টি লোহার রডস সহ তাদের গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, ডাকাতির প্রস্তুতির মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো : ১. ব্যাঙ্গা ডোবা গ্রামের এমরান মিয়ার পুত্র মোঃ পারভেজ (২৩), ২. পূর্ববেঙ্গা ডুবা গ্রামের মোঃ সামসুল হকের ছেলে মোঃ রবিউল আউয়াল রুবেল (৩৮) অপার আসামি মাদারগরা গ্রামের মোঃ ইউসুফ আলীর পুত্র মোঃ পারভেজ মিয়া (৩০) সর্ব থানা মাধবপুর,জেলা হবিগঞ্জ।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ধৃত আসামিরা অত্র থানা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন স্থানে রাত্রি কালে চুরি, ডাকাতি, ছিনতাই করে মর্মে তারা স্বীকার করে। আসামিদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলার রজু করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫