|
প্রিন্টের সময়কালঃ ১০ মে ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ মে ২০২৫ ০২:৩১ অপরাহ্ণ

ভারতের ইউটিউব থেকে বাংলাদেশি ছয় টিভি চ্যানেল ব্লক, ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি


ভারতের ইউটিউব থেকে বাংলাদেশি ছয় টিভি চ্যানেল ব্লক, ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

ভারতে ইউটিউব থেকে বাংলাদেশের ছয়টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়েছে। এখন এসব চ্যানেলের ইউটিউব কনটেন্ট ভারত থেকে দেখা যাচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাব
 

প্রথমে যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন এবং মোহনা টিভি'র সম্প্রচার বন্ধের তথ্য জানানো হয়। পরে শনিবার প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে আরও দুটি চ্যানেল—সময় টিভিডিবিসি নিউজ—এর সম্প্রচারও বন্ধ হওয়ার কথা জানায় প্রতিষ্ঠানটি। এই ছয়টি চ্যানেলই ইউটিউব ভেরিফায়েড এবং তাদের মোট সাবস্ক্রাইবার সংখ্যা ৫ কোটি ৪২ লাখের বেশি।
 

ভারতে ইউটিউব লিংকে প্রবেশ করলে এখন দেখা যাচ্ছে বার্তা: “এই কনটেন্ট বর্তমানে এই দেশে প্রদর্শনের জন্য অনুমোদিত নয়। এটি ভারতের তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ধারা ৬৯(ক) অনুযায়ী সরকার কর্তৃক নিষিদ্ধ।”
 

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, বাংলাদেশের পক্ষ থেকে ইউটিউবের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। যদি গ্রহণযোগ্য ব্যাখ্যা না মেলে, তবে বাংলাদেশও পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হবে।
 

শুক্রবার রাতে ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ বলেন, “ভারতে বসবাসরত বাংলাদেশিদের দেখা থেকে এসব চ্যানেল ব্লক করে তাদের অধিকার হরণ করা হয়েছে। এটি আন্তর্জাতিক ভোক্তা অধিকারের পরিপন্থী।”
 

তিনি আরও জানান, বিটিআরসি'র মাধ্যমে ইউটিউবকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। “যদি ইউটিউব এই নিষেধাজ্ঞার যুক্তিযুক্ত কারণ দেখাতে ব্যর্থ হয়, তাহলে ধরে নিতে হবে এটি ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত। সে ক্ষেত্রে আমরাও প্রতিক্রিয়া জানাবো,” বলেন তিনি।
 

এছাড়া, তিনি অভিযোগ করেন, ভারতের কিছু গণমাধ্যম, বিশেষ করে রিপাবলিক বাংলা, দীর্ঘদিন ধরে বাংলাদেশবিরোধী বিভ্রান্তিমূলক প্রচার চালিয়ে যাচ্ছে। প্রয়োজনে এসব চ্যানেলের বিরুদ্ধেও অনুরূপ ব্যবস্থা নেওয়া হতে পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫