|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৩৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ নভেম্বর ২০২৪ ০৩:৪১ অপরাহ্ণ

ডিপ ফ্রিজ খুলে তার মায়ের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান এক যুবক


ডিপ ফ্রিজ খুলে তার মায়ের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান এক যুবক


ঢাকা প্রেস,বগুড়ার প্রতিনিধি:-


বগুড়ার ধুপচাঁচিয়ায় উম্মে সালমা (৪৭) নামের এক গৃহবধূকে হত্যার পর তার মরদেহ ডিপ ফ্রিজে রেখে যায় দুর্বৃত্তরা। স্বজনরা খোঁজাখুঁজি করতে গিয়ে ডিপ ফ্রিজে হাত-পা বাঁধা অবস্থায় সালমার লাশ পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

 

রোববার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে ‘আজিজিয়া মঞ্জিল’ নামে বাড়িতে ঘটে এই মর্মান্তিক ঘটনা। খবর পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুরতহাল করে পরে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
 

নিহত সালমা দুপচাঁচিয়া ডিএস ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ আজিজার রহমানের স্ত্রী। তিনি দুপচাঁচিয়া মসজিদের খতিব এবং ইমাম-মুয়াজ্জিন সমিতির সভাপতি। এছাড়া তিনি ‘আজিজিয়া হজ কাফেলা’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানও পরিচালনা করতেন।
 

হত্যাকাণ্ডের পর দেখা যায়, ঘরের ভেতর কাপড়-চোপড় এলোমেলো এবং মেঝেতে একটি কুড়াল পড়ে আছে। আলমারিতে কাটার চিহ্ন ছিল, ধারণা করা হচ্ছে আলমারি ভেঙে লুটের চেষ্টা করা হয়েছে। জনবহুল এলাকায় দিনের বেলায় এই নৃশংস ঘটনা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।
 

মাদরাসা শিক্ষক আজিজার রহমানের তিন সন্তানের মধ্যে ছোট ছেলে সাদ (২৪) বাবা-মার সঙ্গে বসবাস করেন। ঘটনার দিন তিনি দুপুর ২টার পর বাসায় ফিরে প্রধান ফটক তালাবদ্ধ পান। বিকল্প চাবি দিয়ে দরজা খোলার পর ঘরে সবকিছু এলোমেলো এবং ডিপ ফ্রিজ খোলার পর ভেতরে মায়ের লাশ দেখতে পান।
 

স্থানীয় সাংবাদিকরা জানান, মাদরাসা শিক্ষক আজিজার রহমান ও তার ছেলে প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়ে যান। ঘটনার দিনও সকাল ৯টার মধ্যে তারা বের হন। এরপর সকাল ১০টার দিকে স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় আজিজার রহমানের।
 

সাদ জানান, তার মা অনেক সময় বাইরে গেলে তালাবদ্ধ রেখে যান। ফিরে আসার জন্য বিকল্প চাবি তাদের দেওয়া থাকে। সেই চাবি দিয়েই সেদিন তিনি তালা খুলেছেন।
 

মাদরাসা শিক্ষক আজিজার রহমান ধারণা করেন, সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে এই ঘটনা ঘটে। বাড়ি থেকে কোনো টাকা-পয়সা বা স্বর্ণালংকার লুট হয়নি।
 

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় প্রথম তলার ভাড়াটেরা বাড়িতে ছিলেন না, এবং প্রতিবেশীরাও কোনো শব্দ শুনতে পাননি। দুপচাঁচিয়া নাগরিক কমিটির সভাপতি এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
 

পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ জানান, ডিপ ফ্রিজের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় সালমার লাশ পাওয়া যায়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, দুপুর ১টার দিকে হত্যাকাণ্ডটি ঘটে বলে ধারণা করা হচ্ছে, তবে কোনো মূল্যবান জিনিস খোয়া যায়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫