পলাশবাড়ীতে একযোগে ৮ টি ইউনিয়নে স্বেচ্ছাসেবকদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-
কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে একযোগে পলাশবাড়ী উপজেলার ৮ টি ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ শুক্রবার পলাশবাড়ী উপজেলার ৮ টি ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলার কিশোরগাড়ী, হোসেনপুর, বরিশাল, মহদীপুর, বেতকাপা, পবনাপুর,মনোহরপুর, হরিনাথপুর ইউনিয়নে একযোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচীতে পৃথক পৃথক ভাবে অংশ নেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফুল মিয়া টেটন,মিল্লাত সরকার মিলন,পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিনুল ইসলাম মমিন মন্ডল, সদস্য সচিব শরিফুল ইসলাম লিফেজ,সিনিয়র যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম শরীফ, যুগ্ন আহবায়ক ফিরোজ কবির, আশরাফুল ইসলাম, আরিফ মুন্সি, মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক হেলাল সরকার, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য জাকিরুল মন্ডল, এপ্রিল মন্ডল, হামিদুল ইসলাম, নাজমুল ইসলামসহ অন্যান্যরা।
এসময় ইউনিয়ন স্বেচ্ছা সেবকদলের আহবায়ক ও সদস্য সচিবসহ কমিটির নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতার মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫