মা-ছেলে মেঘনা নদীতে ঝাঁপিয়ে পড়ল, শিশু ইসমাইলের মৃত্যু
ঢাকা প্রেস
জহিরুল ইসলাম লিটন,বিশেষ প্রতিনিধি (ভোলা):-
ভোলার চরফ্যাশনে দেড় বছর বয়সী শিশু ইসমাইলের মৃত্যুর ঘটনায় মা-ছেলের আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। রোববার (১৯ জানুয়ারী) দুপুরে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে চরফ্যাশন থানার উপ-পরিদর্শক মো. হেলাল উদ্দিন নিশ্চিত করেছেন।
নিহত শিশু ইসমাইল চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রহিমের ছেলে।
ইসমাইলের মা তাছনুর জানান, চার বছর আগে তার মেয়েকে আবদুর রহিমের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। প্রথম সন্তান জন্মের পরপরই জামাই রহিম ও তার পরিবার মেয়েটিকে মানসিকভাবে নির্যাতন শুরু করে। আজ দুপুরে তার মেয়েকে ফোন করে জানতে চান, মাইমুনা তার বাড়িতে আসছে কি না। পরে খবর পান, মেয়েটি মেঘনা নদীতে ঝাঁপ দিয়েছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসলে, চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
শিশুর বাবা আবদুর রহিম বলেন, "স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে। তবে এত বড় একটা কাজ করবে, তা আমি কখনো ভাবতে পারিনি।"
চরফ্যাশন থানার উপ-পরিদর্শক মো. হেলাল উদ্দিন জানান, নিহত শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫