|
প্রিন্টের সময়কালঃ ২৩ মে ২০২৫ ০৫:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ মে ২০২৫ ০৭:১৭ অপরাহ্ণ

রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত


রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত


সাদ্দাম উদ্দিন রাজ-নরসিংদী জেলা:-


 

নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সভা আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুরে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
 

সভায় সভাপতিত্ব করেন রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর সাবেক মহাপরিচালক ও বাংলাভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিক। অনুষ্ঠানের উদ্বোধন করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্লাবের উপদেষ্টা মো. মাসুদ রানা।
 

সাধারণ সভাটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক এবং এস. এম. শরীফ।
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মোছলেহ্ উদ্দিন বাচ্চু, মো. জয়নাল আবেদিন, ইফতিকার আহাম্মদ ইতু, সাইফুল ইসলাম পলাশ, সাবেক সভাপতি মোস্তফা খান, বশির উদ্দিন মোল্লা, এম. নুর উদ্দিন, মাহবুবুল আলম লিটন, বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান খোকন, আমীরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. মোজ্জামেল হকসহ প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।
 

প্রধান অতিথি ড. আবদুল হাই সিদ্দিক তাঁর বক্তব্যে বলেন, "সময়ের প্রয়োজনে আমাদের অনেক প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে। তবে সাংবাদিকদের মধ্যে ঐক্য বজায় থাকলে প্রেসক্লাবগুলো শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে উঠবে।" তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা ও সমাজের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫