তাবলীগের সাদপন্থী নেতা শফিউল্লাহ ২ দিনের রিমান্ডে

ঢাকা প্রেস,টঙ্গী প্রতিনিধি:-
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ নিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া তাবলীগের সাদপন্থী নেতা মাওলানা শফিউল্লাহ (৪৬) কে আদালত দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন। আজ রবিবার, বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।
শফিউল্লাহকে আজ দুপুরে পুলিশি নিরাপত্তায় গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুনের আদালতে তোলা হয়। পুলিশ তার সাত দিনের রিমান্ড চাইলেও আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার শরীয়তপুরের স্টেডিয়াম রোড এলাকা থেকে শফিউল্লাহকে গ্রেপ্তার করে গাজীপুর মহানগর পুলিশ। তিনি টঙ্গী পশ্চিম থানায় জোবায়েরপন্থীদের দায়ের করা হত্যা মামলার ৯ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত বলে জানিয়েছেন তাবলীগ জামাত বাংলাদেশ জোবায়েরপন্থী দলের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
শফিউল্লাহ শরীয়তপুরের নড়িয়া থানার ডগরী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার মুগদা বড় মসজিদের খতিব ও সাদপন্থীদের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত।
এর আগে, একই মামলায় সাদপন্থীদের আরও দুই নেতা মূয়াজ বিন নূর ও জিয়া বিন কাশেমকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫