|
প্রিন্টের সময়কালঃ ০১ মে ২০২৫ ০৮:০১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ ডিসেম্বর ২০২৪ ০৬:৪৬ অপরাহ্ণ

মিশরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা


মিশরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা


ঢাকা প্রেস নিউজ
 

ডি-৮ সম্মেলনে অংশগ্রহণের জন্য মিশরের রাজধানী কায়রো পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
 

বুধবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিকেলে এই তথ্য নিশ্চিত করেছে।
 

প্রেস উইং জানায়, বিমানবন্দরে অধ্যাপক ইউনূসকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মিশরের পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শিমি। এর পর, মন্ত্রী সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠকও করেন প্রধান উপদেষ্টা।
 

মিশরের উদ্দেশে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১টায় ঢাকা ত্যাগ করেন।
 

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, কায়রোতে অনুষ্ঠিত ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশের সরকারপ্রধান অংশগ্রহণ করছেন। এসব দেশের মধ্যে রয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এছাড়া, মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী এবং নাইজেরিয়ার একটি উচ্চপদস্থ কর্মকর্তা নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন।
 

এছাড়া, উপপ্রেস সচিব আরও জানান, কায়রোতে অনুষ্ঠিত ডি-৮ শীর্ষ সম্মেলনের এবারের প্রতিপাদ্য হবে ‘ইনভেস্টিং ইন ইয়ুথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, শেপিং টুমরো’স ইকোনমি’।
 

এ সম্মেলন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, তরুণদের নিয়ে বৈশ্বিক পর্যায়ে কাজ করার জন্য অধ্যাপক ড. ইউনূস এই সম্মেলনে অংশ নিতে গিয়েছেন। এছাড়া, বাংলাদেশের এসএমই ক্ষেত্রের উন্নয়ন নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি। সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের বৈঠক হওয়ারও সম্ভাবনা রয়েছে, এমনটি জানান তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫