|
প্রিন্টের সময়কালঃ ২৪ জানুয়ারি ২০২৫ ১২:২১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৫ ০৩:০৫ অপরাহ্ণ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে তাবলিগের কার্যক্রম বন্ধ, অধ্যক্ষ অবরুদ্ধ


কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে তাবলিগের কার্যক্রম বন্ধ, অধ্যক্ষ অবরুদ্ধ


ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুমিল্লা):-

 

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মসজিদে তাবলিগ জামাতের তালিম কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে। এ কারণে কিছু শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে কলেজের অধ্যক্ষকে তাঁর দপ্তরে অবরুদ্ধ করে রেখেছেন।
 

২১/০১/২০২৫ইং মঙ্গলবার, দুপুরে কুমিল্লা শহরতলির ধর্মপুরে অবস্থিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষের দপ্তরে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, অধ্যক্ষ মো. আবুল বাশার ভূঞাকে কিছু ব্যক্তি শাসাচ্ছেন। অধ্যক্ষ বের হতে চাইলে তাঁকে চেয়ারে বসতে বাধ্য করা হয় এবং বলা হয়, ‘আপনি সমাধান না দিয়ে বের হতে পারবেন না।’ কলেজের উপাধ্যক্ষ মো. আবদুল মজিদ এবং অন্যান্য শিক্ষকও উত্তেজিতদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে, অধ্যক্ষ বলেন, ‘মসজিদের বিষয়ে কলেজ সিদ্ধান্ত নেবে।’ উত্তেজিত জনতা তাঁর বিরুদ্ধে কথাবার্তা বলতে থাকে, এবং অবশেষে অধ্যক্ষ বলেন, ‘আপনাদের যা ইচ্ছা করুন’—এ কথা বলে তিনি দপ্তর থেকে বের হন।
 

কলেজের মসজিদে প্রায় সময়ই তাবলিগ জামাতের তালিম কার্যক্রম চলে। তবে সম্প্রতি মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের সঙ্গে মাওলানা জুবায়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ কারণে কলেজ কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে মসজিদে তাবলিগের তালিম বন্ধের ঘোষণা দেয়। এ ঘটনায় এক পক্ষ ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষকে তাঁর দপ্তরে অবরুদ্ধ করে রাখে।
 

এদিকে, ধর্মপুর এলাকার বাসিন্দা মিজানুর রহমান জানান, কলেজে তাবলিগ জামাতের কোনো দলাদলি ছিল না। তিনি দাবি করেন, কিছু শিক্ষক সাদ পক্ষের হওয়ায় এ সমস্যা তৈরি হয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

কলেজের অধ্যক্ষ মো. আবুল বাশার ভূঞা জানান, নিরাপত্তার কারণে কলেজের মসজিদে তাবলিগ জামাতের তালিম বন্ধ রাখা হয়েছে এবং আগামীকাল একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি আলোচনা হবে।
 

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানিয়েছেন, কলেজ কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে অভিযোগ করেনি। তবে তাঁরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫