সিলেটে নতুন গ্যাসের আবিষ্কার: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে অতিরিক্ত ৮.৫ মিলিয়ন ঘনফুট

ঢাকা প্রেস
জৈন্তাপুর উপজেলা (সিলেট) প্রতিনিধি:-
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে পুরোনো একটি গ্যাসকূপ সংস্কারের সময় অপ্রত্যাশিতভাবে বিপুল পরিমাণ নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এই আবিষ্কারের ফলে দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে যাচ্ছে।
সোমবার, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড (এসজিএফএল) জানিয়েছে, আজ থেকে এই নতুন গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ৮.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। এর ফলে দেশের গ্যাসের চাহিদা মেটাতে বড় ধরনের সহায়তা পাওয়া যাবে।
১৯৮৬ সালে এই কূপে তেল উত্তোলন শুরু হয়েছিল এবং ১৯৯৪ সাল পর্যন্ত চলে। পরবর্তীতে এখান থেকে গ্যাস উত্তোলন করা হতো। সম্প্রতি কূপটি সংস্কারের সময় দুটি স্তরে নতুন গ্যাসের সন্ধান মেলে। বিশেষ করে, গত অক্টোবরে ১২০০ মিটার গভীরে এই বিপুল পরিমাণ গ্যাসের সন্ধান পাওয়া যায়।
সিলেট থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে এই নতুন আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই গ্যাসক্ষেত্র সহায়তা করবে।
আজ দুপুরের পর এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং পেট্রোবাংলার চেয়ারম্যান এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫