সোমবার থেকে প্রাথমিক শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি শুরু

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার (২৭ মে) থেকে পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।
সহকারী শিক্ষক ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মসূচি চলমান রয়েছে। এর অংশ হিসেবে আজ রোববার (২৬ মে) অর্ধদিবস কর্মবিরতির শেষ দিন পালন করা হয়েছে। আগামীকাল থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু হবে।
এ বিষয়ে ঐক্য পরিষদের আহ্বায়ক এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, “দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই। তাই বাধ্য হয়ে আমরা পূর্ণ দিবস কর্মবিরতির পথে হাঁটছি।”
এর আগে শিক্ষকরা পর্যায়ক্রমে কর্মসূচি পালন করে আসছেন—
-
৫ মে থেকে ১৫ মে পর্যন্ত ১ ঘণ্টা,
-
১৬ মে থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা,
-
২১ মে থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি।
শিক্ষকদের তিন দফা দাবি:
১. কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী যৌক্তিক সংস্কারের মাধ্যমে সহকারী শিক্ষক পদকে ‘এন্ট্রি পদ’ হিসেবে চিহ্নিত করে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।
২. চাকরির ১০ এবং ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তিতে যে জটিলতা রয়েছে, তা নিরসন।
৩. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির সুযোগ এবং দ্রুত পদোন্নতি প্রদান।
এছাড়াও শিক্ষকরা আরও দুটি গুরুত্বপূর্ণ দাবির কথা জানিয়েছেন:
-
সপ্তাহে শুক্রবার ও শনিবার বিদ্যালয় বন্ধ রাখার নিয়ম চালু রাখা।
-
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ রাখা।
শিক্ষকরা দাবি করেছেন, এসব সমস্যার দ্রুত সমাধান না হলে তারা কর্মসূচি আরও কঠোর করতে বাধ্য হবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫