বন্দরে সড়কে শৃংখলা ফেরাতে মদনপুর বাসস্ট্যান্ডে প্রশাসনের অভিযান

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-
পার্কিং ব্যবস্থাপনাসহ সড়কে শৃংখলা ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডে বিশেষ কার্যক্রম পরিচালনা করেছে বন্দর উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে অভিযানসহ বিশেষ কার্যক্রম পরিচালনা করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
এ সময় মহাসড়কে যানজট এড়াতে বাস কাউন্টার গুলোকে পূর্ব প্রান্তে সরিয়ে নেওয়াসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। বন্দর থানার ওসি তরিকুল ইসলাম, কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আলরাজি লিয়ন, সাংবাদিক আতাউর রহমান, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন,হেফাজত ইসলামের নেতা হাফেজ করির ধামগড় ইউনিয়ন বিএনপি সভাপতি জাহিদ খন্দকার, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া সহ বাস মালিক সমিতির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫