ভারত মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে ১১৮ রানের লক্ষ্য দিয়েছে।

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৪ ১১:৩৬ পূর্বাহ্ণ   |   ১৬১ বার পঠিত
ভারত মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে ১১৮ রানের লক্ষ্য দিয়েছে।

ঢাকা প্রেস,স্পোর্টস ডেস্ক:-

 

রোববার, ২২ ডিসেম্বর, মালয়েশিয়ার বায়েওমাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। ভারতীয় ব্যাটিং লাইন আপের শুরুটা নড়বড়ে হলেও গোঙ্গাদি তৃষার দায়িত্বশীল ব্যাটিং তাদের লড়াকু স্কোর এনে দেয়। ৫২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে তৃষা দলের পক্ষে সবচেয়ে বড় অবদান রাখেন।
 

প্রথম উইকেটটি আসে দলীয় ২৩ রানে, যখন ওপেনার কমলীনিকে মাত্র ৫ রানে আউট করেন বাংলাদেশের পেসার ফারজানা ইয়াসমিন। পরপরই, সানিকা চালকে রান না করেই ফিরতে বাধ্য হন। ফারজানার এই দ্রুত আঘাত দলের জন্য ভালো সূচনা এনে দেয়। তৃষা ও নিকি প্রসাদের ৪১ রানের জুটি ভারতের ইনিংস কিছুটা স্থিতিশীল করে। তবে নিকির (১২) আউটের পর ভারত নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।
 

তৃষার অর্ধশতক পূর্ণ হলেও ৫২ রান করে ফারজানার বলে আউট হন তিনি। শেষদিকে মিথিলা ভিনোদ ১৭ এবং আয়ুশি শুক্লা ১০ রান করে দলের সংগ্রহকে ১১৭ রানে নিয়ে যান।
 

বাংলাদেশের পক্ষে ফারজানা ইয়াসমিন ৩১ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন। এছাড়া নিশিতা আক্তার ২টি এবং হাবিবা ইসলাম ১টি উইকেট শিকার করেন।
 

মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রথমবারের মতো আয়োজিত এ আসরে দর্শকদের বসার সুযোগ না থাকলেও বাংলাদেশি সমর্থকরা মাঠের সাইডলাইনে দাঁড়িয়ে দলকে উৎসাহ দেন।
 

উল্লেখ্য, এর আগে চলতি মাসে ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।