|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৫ ০৩:২৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ এপ্রিল ২০২৫ ০৬:১৩ অপরাহ্ণ

গুলশান লেকে প্যাডেলচালিত রিকশা ফেলে দিলেন ব্যাটারিচালিত রিকশাচালকরা


গুলশান লেকে প্যাডেলচালিত রিকশা ফেলে দিলেন ব্যাটারিচালিত রিকশাচালকরা


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

রাজধানীর গুলশান লেকে প্যাডেলচালিত দুটি রিকশা ফেলে দিয়েছেন বিক্ষুব্ধ ব্যাটারিচালিত রিকশাচালকরা। সোমবার (২১ এপ্রিল) দুপুরে বনানী ১১ নম্বর ব্রিজ ও ব্রিজের পাশ থেকে রিকশা দুটি লেকে ফেলে দেওয়া হয়।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত রিকশাচালকরা ওই সময় ব্রিজের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভে নেমেছিলেন। তারা প্যাডেলচালিত রিকশার চলাচলে বাধা দিচ্ছিলেন। একপর্যায়ে তারা ক্ষোভ প্রকাশ করে দুটি রিকশা লেকে ফেলে দেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেন।
 

বিক্ষুব্ধ চালকদের অভিযোগ, তাদের ব্যাটারিচালিত রিকশা চালাতে দেওয়া হচ্ছে না। ফলে তারা দাবি করেন, যদি তারা চালাতে না পারেন, তবে অন্যরাও (প্যাডেলচালিত) চালাতে পারবেন না।
 

গুলশান জোনের সহকারী কমিশনার জিয়াউর রহমান চৌধুরি বলেন, "সকালে বনানী এলাকায় ব্যাটারিচালিত ও প্যাডেলচালিত রিকশাচালকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫