নৌপরিবহন উপদেষ্টা: জাহাজ নির্মাণে বাংলাদেশি শ্রমিকদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে

ঢাকা প্রেস,গজারিয়া উপজেলা (মুন্সীগঞ্জ):-
নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, জাহাজ নির্মাণ কাজে বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, সরকার এ খাতে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার নয়ানগর এলাকায় অবস্থিত থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ডে বিআইডব্লিউটিসির বিভিন্ন ধরনের নৌযানের নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এসব মন্তব্য করেন।
এম সাখাওয়াত হোসেন জানান, বর্তমানে এই শিপইয়ার্ডে ১৮টি নৌযান নির্মিত হচ্ছে এবং তিনি পরিদর্শনে এসে কাজের অগ্রগতি সন্তোষজনক পেয়েছেন। তিনি জানান, আগামী মার্চ মাসের মধ্যে নৌযানগুলো হস্তান্তর করা হবে এবং ডিসেম্বর মাসের মধ্যে সবগুলো নৌযান সরবরাহের পরিকল্পনা রয়েছে।
মেঘনা নদীতে অবৈধ বালুমহাল বন্ধে তার হস্তক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “আমার মন্ত্রণালয় হাইড্রোগ্রাফিক সার্ভে পরিচালনা করে। বালুমহাল ইজারা দেয় জেলা প্রশাসন। তাই অবৈধ বালুমহাল সম্পর্কে তাদের সঙ্গে আলোচনা করা যেতে পারে।”
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সঞ্জয় কুমার বণিক, বিআইডবিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিসির প্রকল্প ও প্রধান প্রকৌশলী পরিচালক জিয়াউল ইসলাম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোহিনুর আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ প্রমুখ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫